কানাইঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ মহিলা নিহত

196
কানাইঘাটে লেগুনা গাড়ীর ধাক্কায় নিহত শিশু রুহেদ।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়চতুল ইউপির মালীগ্রাম বাসস্ট্যান্ড নামক স্থানে রোড পারমিট বিহীন একটি অটোরিক্সা (সিএনজি) গাড়ীর ধাক্কায় ছফাই বেগম (৪৫) নামের এক বিধবা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়। অপর দিকে বিকেল ৪টার দিকে সাতবাক ইউপির সাতপারি গ্রামের নুরুল আলমের ৭ বছরের শিশুপুত্র বাড়ীর পাশে রাস্তায় বের হলে বিপরীত দিক থেকে আসা সিলেট-ছ ১১-২১৩৫ নং ঘাতক লেগুনা গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ছফাই বেগমের বাড়ী কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামে। তার স্বামীর নাম মৃত আব্দুল ওয়াহিদ। তিনি এক সন্তানের জননী এবং হত দরিদ্র পরিবারের মহিলা। অটোরিক্সা সিএনজি গাড়ীর ধাক্কায় ছফাই বেগম গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিওমেক হাসপালে নেওয়ার পথে তিনি মারা যান। পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও বিধবা মহিলা নিহত হওয়ার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ শিশু রুহেদের ঘাতক লেগুনা গাড়ীটি আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে দু’টি লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি।