ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে – মেজর জেনারেল আসাব উদ্দিন

34

একজন ছাত্রকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলা জরুরী বলে এম্বাসেডর মেজর জেনারেল আসাব উদ্দিন বলেছেন, দেশ ভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের সন্তানদের সেইভাবে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি।
তিনি সোমবার (২৮ জানুয়ারী) লিটল বার্ড ক্যামব্রিজ স্কুল আয়োজিত “স্কুলে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ক” গোল টেবিল বৈঠকে সঞ্চালকের বক্তবে এই কথা বলেন।
সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গোল টেবিল বৈঠকে লিটল বার্ড ক্যামব্রিজ স্কুলের রেক্টর প্রণব জ্যোতি পাল অথিতিদের পরিচয় করিয়ে দেন। এরপর লিটল বার্ড স্কুলের প্রিন্সিপাল আল ওয়াদুদ সামী রাসেলের সূচনা বক্তব রাখেন।
গোল টেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন, সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার রেজাউল হাছান চৌধুরী কয়েছ লোদী, সিলেটের বিশিষ্ট চিকিৎসক নাসিম আহমদ, প্রবাসী নজরুল ইসলাম বাসন, শাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, শাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সরকার সোহেল রানা, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ফজলুর রব তানবীর, ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এম.এ. শহিদ, স্কুল অব জয়ের প্রতিষ্টাতা আব্দুল লতিফ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ দিদারুল আলম নবেল, সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা, ইমজার সাধারন সম্পাদক দেবাশিষ দেবু, রোটারিয়ান সাইফুল আলম সিদ্দিকী টিপু প্রমুখ। বিজ্ঞপ্তি