কানাইঘাটে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষে কিশোর নিহত

69
কানাইঘাটে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষে বিজিবির গুলিতে নিহত কিশোর সিরাজ (বামে) ও আহত বিজিবির ৩ সদস্য (ডানে)।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির সুনাতনপুঞ্জি গ্রামে গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে চোরাকারবারীদের সাথে বিজিবির সংঘের্ষর সময় বিজিবির গুলিতে সিরাজ উদ্দিন নামের ১২ বছরের এক কিশোর নিহত হয়েছে। এ নিয়ে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের একদল জোয়ান সীমান্তবর্তী সুনাতনপুঞ্জি গ্রামের আজিদ আহমদের বাড়ির পাশ থেকে ভারত থেকে অবৈধ ভাবে আমদানীকৃত চোরাকারবারীদের বেশ কয়েক কার্টুন বিদেশী ব্র্যান্ডের সিগারেট আটক করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবির কাছ থেকে আটককৃত সিগারেট ছিনিয়ে নেওয়ার জন্য বিজিবির উপর হামলা করলে বিজিবি’র গুলিতে ঘটনাস্থলে পথচারী সুনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মুতলিবের পুত্র সিরাজ উদ্দিনের মর্মান্তিক মৃত্যু হয়। হামলার সময় চোরাকারবারীদের হাতে বিজিবির ৩ সদস্য আহত হয়েছেন বলে ক্যাম্প সূত্রে জানা গেছে। নিহত কিশোর সিরাজের গুলিবিদ্ধ লাশ রাত সাড়ে ৮ টার দিকে কানাইঘাট উপজেলা হাসপাতালে নিহতের স্বজন ও এলাকাবাসী নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। বিজিবির গুলিতে নিহত সিরাজের লাশ হাসপাতালে নিয়ে আসার পর সেখানে প্রচুর সংখ্যক লোকজন ভিড় করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী করেন। হাসপাতালে আত্মীয় স্বজনরা সিরাজের রক্তাক্ত গুলিবিদ্ধ লাশ জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন। সিরাজের মাথার ডান পশে পিছন দিকে গুলি বিদ্ধ হয়ে চোখ উপড়ে যায়। নিহত কিশোরের পিতা আব্দুল মুতলিব স্থানীয় সাংবাদিকদের জানান, বাদ আসর তার ছেলে সিরাজকে স্থানীয় সুরইঘাট বাজার থেকে পরিবারের কেনাকাটা খরচ দিয়ে বাড়ির উদ্দেশ্যে পাঠান। কিন্তু পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে আজিদ আহমদের বাড়ির উঠানে সুরইঘাট ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তার নিরাপরাধ কিশোর পুত্রকে মাথায় গুলি করে হত্যা করেছে বলে স্থানীয়রা তাকে জানালে তিনি ঘটনাস্থলে পৌছে ছেলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তবে সুরইঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সুরত আলী জানান, সোমাবার সন্ধ্যার দিকে ক্যাম্পের একদল বিজিবি সদস্যরা সীমান্তের ১৩১৪ নং পিলারের পাশে সুনাতনঞ্জি গ্রাম দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে একদল চোরাকারবারী চক্র কর্তৃক বিদেশী সিগারেটের একটি বড় চালান নিয়ে আসার সময় বিজিবি সেখানে অভিযান চালিয়ে সিগারেট আটক করে। এ সময় বিজিবি’র কাছ থেকে আটককৃত সিগারেট চোরাকারবারীরা জোরপূর্বক ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা বিজিবির উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে বিজিবি আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে সিরাজ নামের ছেলেটি গুলিবিদ্ধ হয়। হামলায় বিজিবির এসিপি সাইদ, নায়েক ইমাম, নায়েক নুর নবী আহত হন বলে তিনি জানান। আহত ২ বিজিবি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও নায়েক নুর নবীকে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজিবি ও চোরা কারবারীদের মধ্যে সৃষ্ট ঘটনায় গুলি বিদ্ধ হয়ে সিরাজ উদ্দিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে তিনি সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবি’র দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এ ঘটনার তদন্ত রিপোর্টের কাজও চলছে।