ভালো মানুষ ও ভালো ডাক্তার হয়ে আর্তমানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে – ডা. মোর্শেদ আহমদ

125
ওসমানী মেডিকেল কলেজ এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষ এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, মেডিকেলের শিক্ষার্থীদেরকে শুধু ভালো ডাক্তার নয়, ভালো মানুষ হয়ে আর্তমানবতার কল্যাণে নিয়োজিত করতে হবে। প্রচন্ড ইচ্ছাশক্তি এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে পারলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খলভাবে মানসিক চেতনার বিকাশ সাধনের বিকল্প নেই।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষ (৫৭তম ব্যাচ) এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার সকালে কলেজের অডিটোরিয়ামে কলেজ অধ্যক্ষ ও শাবিপ্রবির স্কুল অব মেডিকেল সায়েন্সেস-এর ডীন প্রফেসর ডা. মো. ময়নুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক এবং সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিওমেক-এর ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নবকুমার সাহা।
কলেজের প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নিবেদিতা দাস এবং কমিউিনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. শায়লা পারভীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিওমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রভাত রঞ্জন দে, বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ডি এ হাসান, গাইনী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. নাসরিন আক্তার, বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মনোজিৎ মজুমদার, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম মতিন, এনাটমি বিভাগের কিউরেটর ডা. আজাদ আহমদ, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কি এম আব্দুল হাই। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আহমেদ আলী, গীতা পাঠ করেন ডা. রাহুল চক্রবর্তী। পরে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভায় ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। সভায় কলেজের পরিচিতি উপস্থাপন করেন নেফ্রোলজি বিভাগের সহযাগী অধ্যাপক ডা. আলমগীর চৌধুরী, সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সৌরভ সরকার, সজল এস চক্রবর্তী, নতুন শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. উৎপলা মজুমদার, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট-এর সহকারী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুল গফুর, তাহসিন তাবাসসুম। শুরুতে নতুন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করেন কলেজের সিনিয়র শিক্ষার্থীরা। সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, নতুন শিক্ষার্থীদের অভিভাবকসহ সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি