ড. মোমেনকে পররাষ্ট্র মন্ত্রী মনোনীত করায় সিলেট সদরে আনন্দ মিছিল

62
ড. এ কে আবদুল মোমেনকে পররাষ্ট্র মন্ত্রী মনোনীত করার খবরে সিলেট সদর উপজেলার তেমুখীতে আনন্দ সমাবেশে বক্তব্য রাখছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নির্বাচিত ড. এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মনোনীত করায় সিলেট সদরে আনন্দ মিছিল করেছেন উপজেলাবাসী। রবিবার সন্ধ্যায় ড. মোমেনকে নতুন সরকারের মন্ত্রী সভায় মনোনীত করার খবরে উপজেলাজুড়ে আনন্দ-উৎসব ছড়িয়ে পড়ে।
রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় আনন্দ মিছিল বের হয়ে টুকেরবাজারসহ বিভিন্ন সড়কে মিছিল প্রদক্ষিণ করে। পরে পুনরায় তেমুখী পয়েন্টে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাহিদ আলীর সভাপতিত্বে ও মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নূরে আলম সিরাজী, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান মো. হিরণ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা ড. মোমেনসহ সিলেট বিভাগের পাঁচজনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করায় বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তারা বলেন, সিলেট-১ আসন দেশের মধ্যে মর্যাদাপূর্ণ একটি আসন। ড. মোমেনকে আমরা বিপুলভোটে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করেছি, তাঁকে পররাষ্ট্র মন্ত্রী করার মাধ্যমে প্রধানমন্ত্রী সিলেটের এই মর্যাদার যথাযথ মূল্যায়ন করেছেন। একই সঙ্গে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বৃহত্তর সিলেটের এম এ মান্নান এমপিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী, শাহাব উদ্দিনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং হবিগঞ্জ-৪ আসনের মো. মাহবুব আলীকে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার মাধ্যমে প্রধানমন্ত্রী পূর্ব ঘোষণা অনুযায়ী সিলেটবাসীকে উপহার দিয়েছেন। এজন্য আমরা সিলেটবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
এসময় আরো আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান কবির, উপজেলা যুবলীগ নেতা আনছার উদ্দিন, কুতুব উদ্দিন, আবু সুফিয়ান, নিজাম উদ্দিন, জেলা তাঁতী লীগ নেতা আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, নুরুল আমিন খুকু, সাদ উদ্দিন, হেলাল আহমদ, তাজির আলী, আব্দুস সত্তার, কাহের আহমদ, মইন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন, শাওন আহমদ, আলাউদ্দিন, সালমান, হাফিজুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুর, জামিল আহমদ, মুহিবুর রহমান সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি