কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

26

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির গড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বুধবার সকাল ৮ টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গড়াইগ্রামের কুতুব আলী ও আয়ুব আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকাল ৮ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গড়াইগ্রামের মৃত ইনসান আলীর পুত্র ইজ্জত উল্লাহ (৪৫), মৃত সরাফত আলীর পুত্র নুরুল ইসলাম (৩০), মৃত সৈয়দ আলীর পুত্র মুহিবুল্লাহ (৬০), শহিদুল্লাহ পুত্র ইমরান আহমদ (২০), মৃত খয়ের মিয়ার স্ত্রী বিলাতুন নেছা (৫০), মৃত আব্দুর রহমানের পুত্র ইরফান আলী (৫৫)-কে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জাকির আহমদ দেলোয়ার, আব্দুল্লাহ, তানভীর, ফখর উদ্দিন, দুলাল, বুরহান উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় কানাইঘাট থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।