সিলেটের ৬টি আসনে কে কত ভোট পেলেন

33

স্টাফ রিপোর্টার :
সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টিতেই গত রবিবার জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কেবলমাত্র সিলেট-২ আসনে জয় লাখ লাভ করে জাতীয় ঐক্যফ্রন্ট।
কে কত ভোট পেলেন :
সিলেট-১ আসন : মর্যাদাপূর্ণ এই আসনের জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। তিনি পেয়েছেন ২ লক্ষ ৯৮ হাজার ৬ শত ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর পেয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৮শ ৫১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রেদওয়ানুল হক চৌধুরী পেয়েছেন ২ হাজার ২৪ ভোট, লাঙল প্রতীকের জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৫শ ২ ভোট, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী উজ্জ্বল রায় পেয়েছেন ৪শ ২ ভোট, হারিকেন প্রতীকের বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বোরহানাবাদী পেয়েছেন ২শ ৯৯ ভোট, বটগাছ প্রতীকের বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন পেয়েছেন ২২০ ভোট, মই প্রতীকের বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রণব জ্যোতি পাল পেয়েছেন ১শ ৮৭ ভোট, মিনার প্রতীকের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুহাম্মদ ফয়জুল হক পেয়েছেন ১শ ৫৯ ভোট। আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ পেয়েছেন ১শ ৫৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৪৪ হাজার ২শ ১৯ ভোট। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৫শ ৯। বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৪শ ৫২।
সিলেট-২ আসন : উদীয়মান সূর্য প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খান পেয়েছেন ৬৯ হাজার ৪শ ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ডাব প্রতীকের মুহিবুর রহমান পেয়েছেন ৩০ হাজার ৪শ ৪৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের এনামুল হক সর্দার ২০ হাজার ৭শ ৪৫ ভোট পেয়েছেন, মহাজোটের লাঙল প্রতীকের এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়া ১৮ হাজার ৩২ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে, দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৫ হাজার ১শ ৭১ ভোট। হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আমির উদ্দিন ১ হাজার ৭শ ৪০ ভোট। মটর গাড়ি (কার) প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রব পেয়েছেন ১ হাজার ১শ ৭০ ভোট, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসাইন ১ হাজার ১শ ৫৬ ভোট ও টেলিভিশন প্রতীকের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মো. মোশাহিদ খান পেয়েছেন ৩শ ৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৫শ ৮৬। প্রদত্ত ভোট ১ লাখ ৪৯ হাজার ৮শ ৭৩ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ১শ ৮৮। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৬শ ৮৫।
সিলেট-৩ আসন : আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫শ ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৮৩ হাজার ২শ ৮৮ ভোট, দেওয়াল ঘড়ি প্রতীকের খেলাফত মজলিসের প্রার্থী মো. দিলওয়ার হোসাইন পেয়েছেন ২ হাজার ৯শ ৮৬ ভোট, লাঙল প্রতীকের জাতীয় পার্টির মো. উছমান আলী পেয়েছেন ২ হাজার ৯শ ১৬ ভোট, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের এম এ মতিন (বাদশা) পেয়েছেন ৬শ ৯৮ ভোট, রিক্সা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফিজ মাওলানা আতিকুর রহমান পেয়েছেন ২শ ৯২ ভোট। আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওদুদ পেয়েছে ২শ ২৮ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৬শ ৫৬ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৩শ ৫২ ভোট। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৯শ ৯৫। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৩শ ৫৭।
সিলেট-৪ আসন : ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬শ ৭২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিম পেয়েছেন ৯৩ হাজার ৪শ ৪৮ ভোট, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জিল্লুর রহমান পেয়েছেন ২ হাজার ৩শ ৭০ ভোট, লাঙল প্রতীকের জাতীয় পার্টির আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান পেয়েছেন ৪শ ২৩ ভোট, কোদাল প্রতীকের বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোজ কুমার সেন পেয়েছেন ১শ ৮০ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮২ হাজার ২শ ৩০। প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৫শ ৭৩। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৯৩। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৪শ ৮০।
সিলেট-৫ আসন : আওয়ামী লীগের নৌকার প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ১ লাখ ৩৯ হাজার ৭শ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ১৫১ ভোট, লাঙল প্রতীকের জাতীয় পার্টির সেলিম উদ্দিন পেয়েছেন ৮ হাজার ৪শ ৪২ ভোট। হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল আমিন পেয়েছেন ৮শ ৭৩ ভোট, সিংহ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরী পেয়েছেন ৭শ ১৮ ভোট, মিনার প্রতীকের ইসলামী ঐক্যজোটের (আইওজে) এম এ মতিন চৌধুরী পেয়েছেন ২শ ৮২ ভোট। উদীয়মান সূর্য প্রতীকের মো. বাহার উদ্দিন আল রাজী পেয়েছেন ২শ ১৩ ভোট ও হারিকেন প্রতীকের মুসলিম লীগের প্রার্থী মো. শহিদ আহমদ চৌধুরী পেয়েছেন ৮৩ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৫শ ৮ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৭শ ৫০। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২শ ৯৭। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৪শ ৫৩।
সিলেট-৬ আসন : আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৮৯ ভোট, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আজমল হোসেন পেয়েছেন ১ হাজার ৪২ ভোট, মটরগাড়ি (কার) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন মিয়া পেয়েছেন ৮শ ৪১ ভোট ও কুলা প্রতীকের বিকল্পধারার প্রার্থী শমসের মবিন চৌধুরী পেয়েছেন মাত্র ৮১ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৩শ ১৫ জন। প্রদত্ত ভোট ৩ লাখ ৯ হাজার ৫শ ৫৫টি। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৬৮। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৪শ ৮৭ ভোট।