ভুয়া ব্যালট ছাপিয়ে, ভুয়া বুথ তৈরী করে ভিডিও করবে বিএনপি -এইচ টি ইমাম

58

কাজিরবাজার ডেস্ক :
ভোটকে বিতর্কিত করতে বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে ভুয়া বুথ তৈরি করে ভিডিও করতে পারে বলে মনে করে আওয়ামী লীগ। নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এই সংশয়ের পেছনে কিছু প্রমাণ থাকার কথাও জানিয়েছেন।
ভোটের আগের সন্ধ্যায় শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইমাম। বলেন, ‘আমাদের কাছে এমন খবর আছে, বিএনপি-জামায়াত জোট নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। সারা দেশে নৈরাজ্য-সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার ও ভুয়া বুথ তৈরি করে ভিডিও বানিয়ে গুজব ছড়াতে পারে।’
বিএনপি নেতা মওদুদ ভোটের দিনের অভিযোগ আগেই প্রিন্ট করে রেখেছেন জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা ইতোমধ্যে দেখেছি, নোয়াখালীতে নির্বাচন বানচালের কিছু সরঞ্জাম পুলিশ জব্দ করেছে। এখানে স্থানীয় বিএনপি প্রার্থী মওদুদ আহমদ ভোটের দিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আগাম অভিযোগপত্র প্রিন্ট করে রেখেছেন।’
‘নির্বাচনের আগের দিনই ব্যালট বাক্সগুলো সরকারি দল ভরে রাখছে’- ঐক্যফ্রন্টের এমন অভিযোগের বিষয়ে এইচ টি ইমাম বলেন, ‘এটি খুবই হাস্যকর। কেননা ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশন থেকে সশস্ত্র বাহিনীর প্রহরায়, কর্মকর্তারা নিয়ে যাচ্ছেন। যেখান থেকে নেওয়া হচ্ছে, সেখানে আমাদের যাতায়াত তো দূরের কথা, প্রবেশের অধিকারই নেই।’
‘কারা, কোথায় পাঠাচ্ছেন, কিভাবে পাঠাচ্ছেন, সেটা আমরা টেলিভিশনে দেখেছি। তাছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স, কেন্দ্রে তো পোলিং এজেন্টদের আগেই দেখানো হবে।’
বিএনপির ১১ হাজার ৫০৬ জন নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা প্রচারণা বলেও দাবি করেন ইমাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।