নৌকার বিজয় নিশ্চিত করতে ছাতকে ঐক্যের বাঁধনে এমপি মানিক ও মেয়র কালাম

60

ছাতক থেকে সংবাদদাতা :
দীর্ঘ তিন যুগের মান-অভিমান ও ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে এমপি মুহিবুর রহমান মানিক ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ঐক্যের বাঁধনে আবদ্ধ হয়েছেন। আওয়ামীলীগের বিবদমান দু’গ্রুপের দু’নেতা একই মঞ্চে দাঁড়িয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে শপথ নিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার সকালে পৌরভবনে উপস্থিত হন এমপি মুহিবুর রহমান মানিক। এর আগেই পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ সকল ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন। এমপি মানিক পৌর কার্যালয়ে পৌছলে তাকে স্বাগত জানান অপেক্ষমান মেয়রসহ কাউন্সিলররা। এ সময় এক অভূতপূর্ণ মিলন মেলায় পরিণত হয় পৌর কার্যালয়। পরে এমপিকে সাথে নিয়ে মেয়রের কক্ষসহ নবনির্মিত পৌর ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে-ঘুরে দেখান মেয়র আবুল কালাম। পরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে প্যানেল মেয়র তাপস চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ছাতক-দোয়ারায় ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে পরাজিত করা সম্ভব নয়। উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত। আগামী ৩০ ডিসেম্বর নৌকা বিজয়ে দেশ জুড়ে উল্লাসে মেতে উঠবে বাঙালি জাতি। তিনি বলেন ছাতক পৌরসভার জন্য কিছু করার এবার সুযোগ এসেছে। পৌর মেয়রের সাথে আলোচনা সাপেক্ষে পৌরসভার সৌন্দর্য বর্ধনে সম্ভাব্য সকল উন্নয়ন মূলক পদক্ষেপ নেয়া হবে বলে তিনি আশ্বস্থ করেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মুহিবুর রহমান মানিক। বনগাও মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগনেতা কামরুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল আমিন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড মেম্বার লাল মিয়া, সংরক্ষিত সদস্যা ও মুক্তিযোদ্ধা সন্তান হেলিমা বেগম, উপজাতি মনিপুরী নেতা মিলন সিং, নিরঞ্জন সিং, সুনীল সিং মুক্তিযোদ্ধা সন্তান জাহাঙ্গীর আলমসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।