সুনামগঞ্জে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

34

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের ৫টি আসনের বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে। জেলার ৫টি আসনের ১২ জন প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করে নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির ৪ জন। যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা হলেন, সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার (জামালগঞ্জ-তাহিরপুর ও ধর্মপাশা) প্রার্থী একেএম ওহিদুল ইসলাম কবির (জাসদ) আমান উল্লাহ আমান (জাকের পার্টি) কামরুজ্জামান কামরুল (বিএনপি), সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকার (দিরাই-শাল্লা) প্রার্থী রুহুল আমিন (জাপা), সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকার (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) প্রার্থী রফিকুল ইসলাম খসরু (স্বতন্ত্র), আব্দুছ সাত্তার (বিএনপি), আশরাফুল হক সুমন (বিএনপি), সৈয়দ শাহ মুবশ্বির আলী (বাংলাদেশ মুসলিম লীগ), সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকার (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন (বিএনপি), রাজু আহমদ (স্বতন্ত্র) মুফতি আজিজুল হক (খেলাফত মজলিশ), মোহাম্মদ দিলোয়ার (ন্যাশনাল পিপলস পার্টি) প্রমুখ। হলফনামায় দেয়া তথ্যের গড়মিল, ১% ভোটারের স্বাক্ষরে জালিয়াতি, ঋণখেলাপী, করখেলাপী গ্যাস ও বিদ্যুৎ বিল খেলাপীসহ বিভিন্ন কারণে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়। ফলে জেলায় মোট ৫২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৪০ জন প্রার্থী বৈধ বলে বিবেচিত হলেন। সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল আহাদ এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন।