দোয়ারাবাজারে অগ্নিকান্ডে ৭টি বসত ঘর পুড়ে ছাই

117

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। শনিবার ভোরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শিবপুর গ্রামের সাবেক ইউপি সদস্য খুরশিদ আলীর বসত ঘরে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারি দিকে ছড়িয়ে পড়লে খুরশিদ আলম, হাজী আমীর উদ্দিন, নজরুল মিয়া, ফয়জুন নুর মিয়া, নুরু মিয়া, হাজী মখরম আলী সহ ৭টি বসত ঘর পুড়ে যায়। পরে ছাতকের ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের খামখেয়ালী পনায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। সর্টসার্কিটের ত্র“টি জনিত কারণে আগুন লাগার পর বিদ্যুৎ বন্ধ না করায় ৭টি বসত ঘর পুড়ে গিয়ে এ ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ। বিকালে জেলা প্রশাসক মো. আব্দুল আহদ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এ সময় ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেছেন, আগুনে ৭টি বসত ঘর পুড়ে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসক মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।