ধোয়াশা কাটছে না সিলেট-৬ আসনে, ধানের শীষে ৪ প্রার্থী

112

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের এখনও ধোয়াশা কাটেনি। এ আসনে ৪জন প্রার্থীই ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির ফয়ছল আহমদ চৌধুরী ও জামায়াতের মাওলানা হাবিবুর রহমান রয়েছেন আলোচনায়। ধানের শীষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ফয়ছল আহমদ চৌধুরী ও জাসাসের হেলাল খাঁন, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান ও ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব। দল থেকে মনোনয়ন পান জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়ছল চৌধুরী এবং জাসাসের সাধারন সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। অন্যদিকে একই আসনে ২৩ দলের শরিক হিসাবে ধানের শীষের মনোনয়নের চিঠি পেয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব। বিএনপি থেকে ২জন এবং ২৩ দলের জোট থেকে ২জনের নাম গণমাধ্যমে জানার পর থেকে নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রার্থীদের অনুসারিদের পাল্টা-পাল্টি ঘোষণা চলছে। তবে সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৯ ডিসেম্বর। এমনটাই জানালেন দলের দায়িত্বশীলরা। জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল চৌধুরীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছরওয়ার হোসেন জানান, সিলেট-৬ আসনে ফয়সল চৌধুরীর বিকল্প নেই, তাই এই আসনে তার মনোনয়ন নিশ্চিত। বিয়ানীবাজার জামায়াতের প্রচার সম্পাদক আব্দুল হামিদ জানান, ২৩ দলীয় জোটের প্রার্থী হিসাবে তাদেরকে ধানের শীষের মনোনয়নের চিঠি দেয়ার পর ধানের শীষ প্রতীকে মনোনয়নও দাখিল করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ বলেন, ৪জন ধানের শীষে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুনেছি, শেষ পর্যন্ত কে থাকছেন ধানের শীষে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে যেই ধানের শীষ নিয়ে আসবেন, তার পক্ষে দলের নেতাকর্মীরা কাজ করবেন। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল জানান, এই আসনে বিএনপির প্রার্থীর বিকল্প নেই, কোন মনোনয়ন ভুয়া কোনটি সঠিক তা আমরা জানিনা, তবে ধানের শীষ নিয়ে কে নির্বাচন করছেন তার জন্য আমরা ৯ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবো। প্রতীক যিনি পাবেন দল তার পক্ষে থাকবে। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নছিরুল হক শাহিন ও সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন প্রবাসে থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি।