শ্রীমঙ্গল বিএনপির মিছিলে নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসি সহ আহত ২ আটক ৭

38

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির মিছিলে পুলিশি বাধার কারণে নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় আহত হয়েছেন ওসিসহ দুই পুলিশ সদস্য। পরে পুলিশ বিএনপি ৭ নেতাকর্মীকে আটক করেছে।
সোমবার (৫ ফেব্র“য়ারি) বিকেলে শ্রীমঙ্গল চৌহমুনা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে চৌহমুনায় আসলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীর ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীর পুলিশের উপর হামলা চালায় এতে ওসিসহ দুই পুলিশ হন।
আহত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম ও পুলিশ কনষ্টেবল মোজাহিদ আহমদ ।
আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সহসভাপতি নূরে আলম সিদ্দিকী ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো.তাজ উদ্দীন, যুবনেতা মো.আজির উদ্দিন ও ছাত্রদল নেতা মো. আইয়ুবুর রহমান, আব্দুল কাদির, আব্দুল আলী ও সেজিম আহমদ।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুল ইসলাম সোমবার রাতে বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের চৌহমুনায় আসলে তারা সহিংসতা শুরু করে। পুলিশ বাধা দিতে তারা উপর হামলা চালায় এতে আমাদের ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৭ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।