সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ইনাম আহমদ চৌধুরী ॥ হঠাৎ করে আমি আসি নি, সিলেটের সাথে আমার আত্মিক যোগাযোগ রয়েছে

156
স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের সাথে প্রেসিব্রিফিংয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট-১ আসনের প্রার্থী ইনাম আহমদ চৌধুরী।

স্টাফ রিপোর্টার :
ধ্রুবতারার মতো সিলেটের সাথে সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন এই নেতা বলেছেন, ‘আমি দুই দশক ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। সিলেটের সাথে আমার আত্মিক যোগাযোগ রয়েছে। হঠাৎ করে আসিনি আমি। ধ্রুবতারার মতো সিলেটের সাথে সম্পর্ক রয়েছে।’
বৃহস্পতিবার রাতে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন ইনাম আহমদ চৌধুরী।
তিনি বলেন, ‘সিলেটের সাথে সম্পৃক্ততা সবসময়ই থাকবে। আমি সমসময় সিলেটে ভালোবাসার প্রার্থী হিসেবে, সহমর্মিতার প্রার্থী হিসেবে, সম্প্রীতির প্রার্থী হিসেবে এসেছি। এবার বিশেষ প্রার্থী হিসেবে এসেছি। ব্যক্তিগত কোনো লোভ থেকে নয়, দলের আদর্শের কারণে এসেছি।’
দেশে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে এখনও ‘সমতল ভূমি নেই’ বলে মন্তব্য করেন ইনাম আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা চাই সমতল ভূমি হবে। যেখানে কথা বলার অধিকার থাকবে, আইনের শাসন থাকবে। আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না। কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।’
বর্তমানে ‘বিচারের বাণী নিভৃতে কাঁদে-এরকম একটি পরিস্থিতি রয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা এটা প্রত্যাশা করি না।’
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা যা বলতে চাইছেন, তা বলতে পারছেন কিনা, তা বিবেচনা করুন। আমরা চাই, আইনের শাসন যাতে প্রতিষ্ঠা পায়।’
প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া কারারুদ্ধ। তারেক রহমান দেশে আসতেই পারছেন না। এই অবস্থার মধ্যেও আমরা নির্বাচনে এসেছি। এই বিষয়ে বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতা কেঁদে ফেলেছেন। আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। কিন্তু আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে চাই।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ছিল, আইনের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা। নির্বাচনে অংশ নিয়ে আমরা তা প্রতিষ্ঠা করতে চাই।’
বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাসায় সৌজন্য সাক্ষাতে যান বিএনপি নেতা ইনাম আহমদ চৌধুরী। বিষয়টি সিলেটে আলোড়ন তুলেছে।
এ প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে ইনাম চৌধুরী বলেন, ‘এ বিষয়টি নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। তিনি সিলেটের মন্ত্রী, সিনিয়র মন্ত্রী। তাঁর সাথে পরিচয় আছে। (দেখা করতে যাওয়ার) এই যে সৌজন্যতা, এটাই সিলেটের ট্র্যাডিশন। এর মাধ্যমে প্রশাসনকেও দেখাতে চাইছি, অসহযোগিতামূলক, বিদ্বেষমূলক আচরণ কাম্য নয়। সম্প্রীতি যাতে বজায় থাকে। সহমর্মিতা, সহযোগিতার মনোভাব, সম্প্রীতি চাই। বৈষম্যমূলক আচরণ প্রত্যাশা করি না।’
তিনি বলেন, ‘মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। একজন যদি সম্প্রীতির মনোভাব দেখাতে চায়, কাঠগড়ায় দাঁড় করানো হয়। কিন্তু আমরা চাই, শান্তিপূর্ণ, সৌহার্দপূর্ণ পরিবেশ থাকবে।
বিএনপির সাথে জামায়াতের একসাথে থাকা নিয়েও প্রশ্ন ওঠে মতবিনিময় সভায়। এ প্রসঙ্গে ইনাম আহমদ চৌধুরী বলেন, ‘কেউ যদি আমাদের সমর্থন করেন, করতে চান, কী করে তা প্রত্যাখ্যান করতে পারি? আমাদের সাত দফা ও ১১ লক্ষ্যের প্রতি যারা সমর্থন করবেন, তাদের সবাইকে স্বাগত জানাবো।’
বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং এর অপসারণ চান বলে মন্তব্য করেন ইনাম আহমদ চৌধুরী।
মতবিনিময় সভায় সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সালেহ আহমদ খসরু, ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বারবার সিলেটের রাজনৈতিক সম্প্রীতির বিষয়টি টেনে আনেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ইনাম আহমদ চৌধুরী। এই সম্প্রীতি সবসময় বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।