জগন্নাথপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

18
জগন্নাথপুরে আমন ধান কাটা শুরু।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জমিতে পাকা-আধা পাকা ধান বাতাসের তালেতালে দুলছে। ধানের মৌ মৌ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। জমিতে বাম্পার ফলন দেখে কৃষক-কৃষাণীর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠেছে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা আমন আবাদে কৃষকের উৎসাহিত করেন। তাদের দিক-নির্দেশনায় ও তদারকিতে উপজেলার ছোট ছোট হাওর ও বাড়ির আঙিনায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে ধান কাটা শুরু হয়ে গেছে। বর্তমানে ধান কাটা, মাড়াই করা, শুকানো ও গোলায় তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক-কৃষাণীরা।
১৬ নভেম্বর শুক্রবার সরজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাওরে ধানকাটার ধুম চলছে। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, এবার জগন্নাথপুর উপজেলায় মোট ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার বাম্পার ফলন হয়েছে। সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জমিতে অধিক ফসল দেখে কৃষক-কৃষাণীর মুখে হাসি ফুটে উঠেছে।