বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার আনন্দ মিছিল কাল

45
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলার আলোচনা সভায় বক্তব্য রাখছেন শাখা সভাপতি মো: কুতুব উদ্দিন।

৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রীকে আনন্দ মিছিলের মাধ্যমে অভিনন্দন জানানোর লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলার এক সভা গতকাল ১১ নভেম্বর রবিবার প্রগতি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলার সভাপতি মোঃ কুতুব উদ্দিন।
সভায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আগামীকাল ১৩ নভেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর লক্ষ্যে এক আনন্দ র‌্যালির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন এবং পরবর্তীতে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেন। এরই ধারাবাহিকতায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোকেও খুব শীঘ্রই জাতীয়করণের ঘোষণা দিয়ে শিক্ষকদের প্রাণের দাবি পূরণ করবেন।
সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহÑসভাপতি মোঃ বেলাল আহমদ, সহÑসভাপতি আব্দুল করিম, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মোঃ রমজান আলী, সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, জেলা প্রচার সম্পাদক গোলাম মোস্তফা কামাল, যুগ্মÑসম্পাদক দিলীপ লাল রায়, সদস্য অধ্যক্ষ মোঃ শহীদুর রব, প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাস, প্রধান শিক্ষক গৌরাপদ দত্ত, প্রধান শিক্ষক আশিষ কুমার পাল, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সহকারী প্রধান শিক্ষক মোঃ মকব্বির আলী, সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম আব্দুল আহাদ, সহকারী প্রধান শিক্ষক স্বপন চন্দ্র দে, সহকারী শিক্ষক মোঃ আজম আলী, সহকারী শিক্ষক সফির আহমদ কামাল, সহকারী শিক্ষক মৃদুল বরণ আচার্য, সহকারী শিক্ষক মোঃ আক্তার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি