বাতিলের মোকাবেলায় তালামীয কর্মীদের জ্ঞানের শক্তি অর্জন করতে হবে – আখতার হোসাইন জাহেদ

28

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ বলেছেন, বর্তমানে ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং ইসলামী তাহযীব তামাদ্দুনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বাতিল শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে। তারা মানুষের ঈমান আক্বিদা হরণ করতে চায়। তাই এসকল বাতিলদের সমোচিত জবাব দেয়ার জন্য তালামীয কর্মীদেরকে জ্ঞানের শক্তি অর্জন করতে হবে এবং মানুষদেরকে ইসলামের মূল শিক্ষার দিকে আহবান করতে হবে।
গতকাল (২৪ অক্টোবর বুধবার) সকালে সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক আহমেদ ফাহিমের পরিচালনায় কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক সহ সভাপতি মুহা. শরিফ উদ্দিন, কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সিলেট জেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা শেহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল আলম, সিলেট পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজম আলী, সিলেট পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ সহ সভাপতি আব্দুল লতিফ রুহেল, মোগলা বাজার থানার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি