দুর্গাপূজা অশুভ শক্তিকে দমন করার অনুপ্রেরণা দেয় – ড. আবদুল মোমেন

36
গোটাটিকর শিববাড়ী মন্দিরে দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত শারদ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন।
গোটাটিকর শিববাড়ী মন্দিরে দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত শারদ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন।

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মীয় উৎসবে সকল ধর্মের মানুষ উৎসবে মেতে ওঠেন। দুর্গোৎসব মানুষে মানুষে সেতুবন্ধন রচনা করে। দুর্গাপূজা অশুভ শক্তিকে দমন করার অনুপ্ররণা দেয় ।
নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর শিববাড়ী মন্দিরে দুর্গোৎসব উপলক্ষে শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বুধবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করে মহামায়ী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি।
কমিটির সভাপতি পিনাক করের সভাপতিত্বে ও জসু দেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজম খান, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, ফিজা অ্যান্ড কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টও নজরুল ইসলাম বাবুল, রাজমহল ফুডসের ম্যানেজিং ডাইরেক্টর বেলাল আহমদ, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী, দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল চৌধুরী, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহ আলম শাওন, শমসের সিরাজ সুহেল, প্রদীপ কর , বিনেশ কর দুলু, প্রদীপ দে মনা, মানিক লাল ধর, জন্টু ঘোষ, আব্দুল কাদির প্রমুখ। বিজ্ঞপ্তি