ওসমানী হাসপাতালে ২ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী

48

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা: অরুণ কুমার দেব এক যুক্ত বিবৃতিতে গত ১১ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেলে ২ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের সংবাদে গভীর উদ্বেগ উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, উক্ত হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন পদে জনবল নিয়োগে প্রায় ২ কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।
জানা যায়, কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিঃ নামক ঢাকার একটি প্রতিষ্ঠান এই নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত। অনতিবিলম্বে প্রায় ২ কোটি টাকার নিয়োগ বাণিজ্য বাতিল করে চিহ্নিত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। অন্যথায় অত্র সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় যা যা করার তা করা দরকার তা করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন। বিজ্ঞপ্তি