জকিগঞ্জে মুসল্লিদের উপর হামলার ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি

40

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জের গঙ্গাজল বড় জামে মসজিদে মুসল্লিদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা এখনো গ্রেফতার হয়নি।
জানা গেছে, গত ৫ অক্টোবর গঙ্গাজল বড় মসজিদের উন্নয়ন সংক্রান্ত বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত ইলিয়াস আলীর ছেলে মঈন উদ্দিন (৭০) ও তার ভাই আতিকুর রহমান আখলের নেতৃত্বে ৬/৮ জন লোক মুসল্লিদের উপর হামলা চালান। এতে গুরুতর আহত হন গঙ্গাজল গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে কামরুল ইসলাম (৪০), নাজমুল ইসলাম (৬০), আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সালাম (৬৩)। আহতদের মধ্যে কামরুল ইসলাম সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় কামরুলের বড় ভাই বদরুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামল্লোখ করে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি ৭ অক্টোবর মামলা আকারে রেকর্ড করে।
মামলার বাদী ও এলাকার লোকজন জানিয়েছেন, মামলা দায়েরের পরও পুলিশ আসামীদের গ্রেপ্তার করছেনা। আসামীরা মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলা প্রত্যাহার করতে আসামীরা বাদী পক্ষের লোকজনকে হুমকি-ধমকি দিয়ে দিয়ে যাচ্ছে বলেও মামলার বাদী অভিযোগ করছেন।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, আসামী গ্রেফতার করতে পুলিশ প্রতিদিন অভিযান পারিচালনা করছে। আসামী গ্রেফতারে বাদী পক্ষেরও সহযোগীতা প্রয়োজন।