ইশতেহার তৈরিতে হাত দিয়েছে আওয়ামী লীগ

38

কাজিরবাজার ডেস্ক :
জোর নির্বাচনী প্রস্তুতিতে আওয়ামী লীগ। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে এবারও চমকের নির্বাচনী ইশতেহার তৈরির কাজে হাত দিয়েছে ক্ষমতাসীন দলটি। এবারের দলের নির্বাচনী ইশতেহারের জন্য প্রাথমিকভাবে একটি নামও চূড়ান্ত করা হয়েছে। সেটি হচ্ছে- ‘সমৃদ্ধির বাংলাদেশ ঃ দিন বদল শুরু করেছি, দিন বদল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে’। তবে নামটি এখনও চূড়ান্ত নয়। তবে আগামী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে বিগত দুই নির্বাচনের মতো আগামী নির্বাচনের ইশতেহারেও অনেক কিছুই চমক থাকছে। ‘আগামী একশ’ বছরে কেমন দেখতে চাই বাংলাদেশকে’ শিরোনামে প্রধানমন্ত্রী ঘোষিত ডেল্টা প্লান-২১০০ অন্তর্ভুক্ত করা হতে পারে এবারের নির্বাচনী ইশতেহারে।
দলের নির্বাচনী ইশতেহার তৈরি করতে ইতোমধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে দায়িত্ব দেয়া হয়েছে। ইশতেহার প্রণয়ণে বিভিন্ন সেক্টরের কোন কোন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে হবে, ইশতেহারে কী কী থাকবে- তার একটি গাইড লাইনও তাঁকে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ড. আবদুর রাজ্জাককে আহ্বায়ক করে প্রাথমিকভাবে ১০ থেকে ১২ সদস্যের ‘ইশতেহার প্রণয়ন উপ-কমিটি’ গঠন করা হয়েছে। পরে এ কমিটির পরিধি আরও বাড়তে পারে।
দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতোমধ্যে দলের ইশতেহার প্রণয়নের জন্য উপ-কমিটিকে গ্রিনসিগন্যাল দিয়েছেন বলেও দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে। সিগন্যাল পেয়ে ইতোমধ্যে গত ১০ অক্টোবর সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী কার্যালয়ে ইশতেহার উপ-কমিটির সদস্যরা একটি বৈঠকও করেছেন। দেশের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে ইশতেহারটি তৈরি করা হবে।
দলটির একাধিক সূত্রে জানা গেছে, দলের ইশতেহার প্রণয়ন উপ-কমিটিতে আরও রয়েছেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুজ্জামান, বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাত্তার ম-ল, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার বজলুল হক, জ্বালানি বিশেষজ্ঞ ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ব্যারিস্টার ফরহাদ হোসেন। বাকি সদস্যদের নাম শীঘ্রই অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।