গোলাপগঞ্জে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা, ৪ মেয়র প্রার্থীর বিরামহীন পথসভা ও গণসংযোগ

43

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
আগামী ৩ অক্টোবর গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৪জন মেয়র প্রার্থী অংশগ্রহণ করছেন। আ’লীগের নৌকা প্রতীক নিয়ে এক, আ’লীগের বিদ্রোহী এক ও বিএনপির দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ উপ-নির্বাচনে তফসিল ঘোষণার পর গত (১৮ সেপ্টেম্বর) ৪ মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। এর পর থেকে শুরু হয় প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ, পোষ্টারিং, মাইকিং, গণসংযোগ ও পথসভা। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের সমর্থকদের নিয়ে। সবমিলিয়ে এ পৌরসভায় চলছে এক উৎসবের আমেজ। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। প্রার্থীদের মধ্যে গণসংযোগ নিয়েও চলছে প্রতিযোগিতা। কার লোক কত বেশি এ নিয়ে চলছে আলোচনার ঝড়। গতকাল শুক্রবার আ’লীগের স্বতন্ত্র প্রার্থী (জগ) প্রতীকের আমিনুল ইসলাম রাবেল তার কর্মী বহর নিয়ে পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। রাত ৮টায় ১নং ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় পথসভা করেন। ওই পথসভায় অন্যান্য প্রার্থীদের সমর্থকরাও উপস্থিত ছিলেন রাবেলের নির্বাচনী বক্তব্যে শুনার জন্য। বিএনপির স্বতন্ত্র মেয়র প্রার্থী (নারিকেল গাছ) প্রতীকের মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস বিকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার ৮নং ওয়ার্ডের রাঙ্গাডর বাজারে পথসভা করেন। এ সময় নার্জিসের সমর্থরা উপস্থিত ছিলেন। বিএনপির স্বতন্ত্র মেয়র প্রার্থী (মোবাইল ফোন) প্রতীকের গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ভোর থেকেই ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় শাহিনের বিশাল কর্মীবহর সাথে ছিলেন। আ’লীগের মেয়র প্রার্থী (নৌকা) প্রতীকের জাকারিয়া আহমদ পাপলুও তার সমর্থকদের দিনব্যাপী গণসংযোগ করেন।