জেলা পরিষদের চেয়ারম্যান আজ কানাইঘাটে আসছেন

27

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ বর্ষীয়ান রাজনীতীবিদ এডভোকেট লুৎফুর রহমান আজ শনিবার কানাইঘাটে আসছেন। তিনি প্রথমে দুপুরে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা পরিদর্শনের পাশাপাশি ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় এবং উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বায়মপুরি (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি কানাইঘাট শিবনগর মঈনুল ইসলাম দারুল কোরআন মাদ্রাসা পরিদর্শন করে তার উস্তাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতার মাজার জিয়ারত করবেন। এরপর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান তাকে দেওয়া কানাইঘাট-সুরইঘাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য হাজী আলমাছ উদ্দিন জানিয়েছেন, জেলা পরিষদের উদ্যোগে কানাইঘাটে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের কাজ চলছে। ইতোমধ্যে দারুল উলুম মাদ্রাসায় জেলা পরিষদের উদ্যোগে ৮ লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর ও পাকা দৃষ্টিনন্দন গেইটের কাজ সমাপ্তির দিকে। আজ শনিবার জেলা পরিষদের চেয়ারম্যান উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনের পাশাপাশি কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন বলে হাজী আলমাছ উদ্দিন নিশ্চিত করেছেন।