নগরীতে অবৈধ মোটরযানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

54

স্টাফ রিপোর্টার :
নগরীতে অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা পরিষদ পরিচালিত ভ্রাম্যমান আদালত। অভিযানে ফিটনেস, লাইসেন্স, হেলমেটবিহীন যানবাহনের পাশাপাশি ওভারলোড মোটরযানকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শাহজালাল ব্রিজ এলাকায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান- অভিযানে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের বিভিন্ন ধারায় সর্বমোট আটটি গাড়িকে মামলা দেয়া হয় এবং নগদ ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সহায়তায় আরও ছিলেন- বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোটরযান পরিদর্শক মোহাম্মদ জমির হোসেন, এসআই হায়দার এবং এএসআই মশাহিদ। এসময় সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।