সাম্পান রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

71

স্টাফ রিপোর্টার :
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় জিন্দাবাজারে সাম্পান রেস্টুরেন্টে ১৩ হাজার, উপশহরের ঝর্ণা ড্রিংকিং ওয়াটারে ৮ হাজার টাকা ও ভাইভাই রেস্টুরেন্টে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বেলা দুইটা এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় ‘সাম্পান’ রেস্টুরেন্টকে এবং ৪৩ ধারায় বাকি ২ প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সহযোগিতায় ছিলেন- আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ক্যাবের সদস্যরা।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান- একজন ভোক্তার অভিযোগের সত্যতা পাওয়ায় আইনের ৫৩ ধারায় সাম্পান রেস্টুরেন্টকে ৬ হাজার এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আরো ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ল্যাবের কার্যক্রম না থাকায় ঝর্ণা ড্রিংকিং ওয়াটারে ৮ হাজার টাকা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের কারণে ভাইভাই রেস্টুরেন্টে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।