গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন ॥ নৌকার মাঝি হলেন পাপলু, দলীয় প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি বিএনপির

69

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
আসন্ন গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে দলীয় প্রাথী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়। দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় উপ-নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুকে মনোনীত করেছে আওয়ামী লীগ। এদিকে পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করতে না পারায় বিপাকে পড়েছেন স্থানীয় বিএনপি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ নির্বাচনে আওয়ামীলীগ তাদের দলীয় প্রার্থী ঘোষণা করলেও বিএনপি এখনো তাদের প্রার্থী নির্ধারণ করতে পারেনি। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেয়র পদ প্রার্থী মহিউস সুন্নাহ চৌধুরী সার্জিসের সাথে আলাপ করা হলে তিনি বলেন আমি একটি জরুরী মিটিংয়ে আছি। পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র পদ প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনের মোবাইলে কল দেয়া হলে তিনি ফোন ধরেনি। রাত সাড়ে ৯টায় পৌর বএিনপরি সভাপতি মশকিুর রহমান মহির মোবাইলে কল দেওয়া হলে তিনিও কল ধরেননি। রাত সাড়ে ৯টায় বিএনপির একটি সূত্রে জানা যায় দলের প্রার্থীর জন্য জরুরী বৈঠক চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পিএনপির চূড়ান্ত কোন প্রার্থীর নাম পাওয়া যায়নি। বিএনপির দু’প্রার্থী চাইছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে। তাদের দাবী ভোটাররা চাইছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করতে। প্রসঙ্গত, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামীলীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরী গত ৩১ মে মারা যাওয়ায় শূন্য হওয়া মেয়র পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত সোমবার (৩ সেপ্টেম্বর) সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা খুরশেদ আলম এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ৯ সেপ্টেম্বর; ১০ সেপ্টেম্বর বাছাই; ১৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।