জগন্নাথপুরে আবারো শুরু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি

28

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর :
জগন্নাথপুরে আবারো শুরু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি। এ নিয়ে ৫ সেপ্টম্বর বুধবার ২০১৮-১৯ অর্থ বছরের প্রথম প্রান্তিক সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের জন্য হত দরিদ্র পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণ উপলক্ষে খাদ্য বান্ধব কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলার রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) উপ-সহকারি কর্মকর্তা সাইফুদ্দিন খান, উপজেলা পরিসংখ্যান সহকারি কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাংবাদিক শংকর রায়, আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও গ্রাম বাংলার খবর সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলার পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, ডিলার জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী আবদুল গফুর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সহকারি ইয়াকুব মিয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আবু সুফিয়ান, জাহাঙ্গীর আলম, পাটলি ইউনিয়ন ডিলার এম আর চৌধুরী আহার, আশিক মিয়া, মিরপুর ইউনিয়ন ডিলার টিটু মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ডিলার ফজলু মিয়া, শাহ আলম, রাণীগঞ্জ ইউনিয়ন ডিলার সুহেল মিয়া, ইকবাল হোসেন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ডিলার জুয়েল মিয়া, আজিজুর রহমান বকুল, আশারকান্দি ইউনিয়ন ডিলার আবুল কয়েছ ইসরাইল, চান মিয়া, পাইলগাঁও ইউনিয়ন ডিলার রবিন্দ্র চন্দ্র দেব ও হাজী সুন্দর উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১১ সেপ্টেম্বর থেকে জগন্নাথপুরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর লোকজনের মধ্যে ১০ টাকা কেজি দরে সরকারি চাল বিক্রি শুরু হওয়ার সিদ্ধান্ত হয়।