দেশ চালাতে বয়স কোনো বিষয় না – বি চৌধুরী

31

কাজিরবাজার ডেস্ক :
দেশ চালানোর জন্য বয়স কোনো বিষয় না বলে মনে করেন নবগঠিত যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ৮৮ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতির মতে, বাংলাদেশের মান-সম্মান যারা এনেছে তারা ২৩-২৪ বছর বয়সেই এনেছে।
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বি চৌধুরী বলেন, ‘তোমাদের মতো করে দেশকে ভালোবাসা, সেই ভালোবাসায় আমাদের হয়তো ঘাটতি ছিল। আজকে তোমরা সেই ঘাটতি পুরিয়ে দিয়েছ, আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ।’
রবিবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘প্রজন্ম বাংলাদেশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বদরুদ্দোজা চৌধুরী।
তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বি চৌধুরী বলেন, ‘তোমরা ভবিষ্যতে থাকবে, দেশ তোমাদের হাতে তুলে দিয়ে আজকে নিজেকে কৃতজ্ঞ মনে করছি। ভবিষ্যৎ তোমাদের হাতে।’
অনুষ্ঠানে যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, ‘অপশাসনের বিরুদ্ধে যখন প্রজন্ম প্রতিবাদ করে তখন আমি আশাবাদী হই। একটা ভয়ের চাদর সারা দেশকে ঢেকে দিয়েছে। আবার শুনছি, কথা যতই বলেন না কেন, যা চলছে তা বদলাতে পারবেন না। এই প্রথমবার ছোট ছেলেমেয়েরা বলল যে, রাস্তা বন্ধ করে দিয়েছি, রাষ্ট্র মেরামত দরকার।’
মান্না বলেন, ‘আজকে যে মেসেজ দেয়া হলো, সেই মেসেজের সাথে আমি একমত। এই লড়াই যদি গড়ে তুলতে পারে, যতদিন পথ চলতে পারব ততদিন তোমাদের সঙ্গে থাকব।’