কমলগঞ্জে ৪৪ জন পেয়েছে জিপিএ ৫

43

পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার সারাদেশের ন্যায় একযোগে প্রকাশিত হয়েছে। উপজেলার ৫টি কলেজ থেকে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২১৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১২৭৮ জন। পাসের হার শতকরা ৫৯.৫০%। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, এইসএসসি পরীক্ষায় কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় থেকে ৯৫২ জন অংশগ্রহণ করে পাস করে ৪৪২ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাসের হার শতকরা ৪৬.৪৩%। সুজা মেমোরিয়াল কলেজ থেকে ৭৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫০১ জন। পাসের হার ৬৬.৩৬%। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। বিএএফ শাহীন কলেজ থেকে ১৮৮ জনের মধ্যে ১৮৮ জন পাস করে। শতভাগ পাসের হারে মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। অন্যদিকে হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী কলেজ থেকে ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউ পাস করেনি।
কারিগরি শিক্ষায় কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় থেকে ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৫ জন পাস করেছে। পাসের হার ৯৭.৮৩%। জিপিএ ৫ পেয়েছে ২ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সফাত আলী সিনিয়র মাদ্রাসা থেকে আলীম পরীক্ষা ৬৭ জন অংশগ্রহণ করে ৪৩ জন পাস করেছে। পাসের হার ৪৬.১৮%।