নৌকাকে বিজয়ী করতে অটোরিক্সা সিএনজি শ্রমিক নেতৃবৃন্দকে কাজ করতে হবে —শফিকুর রহমান চৌধুরী

118

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর উদ্যোগে শনিবার (৭ জুলাই) দুপুর ২টায় সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এসময় তিনি বলেন, কামরানের বিজয় নিশ্চিত করতে নগরবাসীকে কাজ করতে হবে। সিলেট সিটিকে মডেল সিটিতে রূপান্তরিত করতে ও ডিজিটাল বাংলাদেশের সাথে সিলেটকে তাল মিলিয়ে চলতে কামরানের বিকল্প নেই। সিলেট সিটিতে উন্নয়নের আরেক নাম কামরান। কামরান শ্রমিক বান্ধব। সবসময় শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে সংগ্রাম করে আসছেন। সিটি নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে অটোরিক্সা সিএনজি শ্রমিক নেতৃবৃন্দকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মনিরুজ্জামান রনি।
শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সদস্য চুনু মিয়া, শাহজাহান মিয়া, খালিক মিয়া, আমান আহমদ, বরকত আহমদ বরকত, আম্বরখানা-সালুটিকর শাখার সভাপতি আবুল খান, সাধারণ সম্পাদক রফিক মিয়া, মুুক্তিযোদ্ধা শাখার আহ্বায়ক জায়েদ আহমদ, যুগ্ম আহ্বায়ক শিবলু, তামাবিল লাইন শাখার সভাপতি লিটন আহমদ, মেডিকেল শাখার সভাপতি মো. ফুল মিয়া, সম্পাদক কামাল মিয়া, কদমতলী ইত্যাদি শাখার সম্পাদক কবির আহমদ, হুমায়ূন রশীদ চত্তর শাখার সভাপতি মানিক মিয়া, সম্পাদক লিটন মিয়া, মৌলভীবাজার লাইন শাখার সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক আলতাফ আলী, সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজা, উপশহর শাখার সভাপতি মো. আবু নাছের বেপারী, সম্পাদক অনুর চৌধুরী, টিলাগড় শাখার সভাপতি নুরুল ইসলাম খান, সম্পাদক সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক আলেক খান, নতুন রেল স্টেশন শাখার সভাপতি মো. ফায়েজ উল্লাহ, সম্পাদক সাজ্জাদ, রেলগেট শাখার সভাপতি দুলাল মিয়া, দরগাহ গেইট শাখার সভাপতি লিটন আহমদ, মদিনা মার্কেট শাখার সভাপতি আব্দুল হামিদ, ২৩নং ওয়ার্ডের শ্রমিক নেতা রাসেল আহমদ, অফিস সহকারী আসকর আলী প্রমুখ।
এছাড়াও অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট মহানগরীর ২৪টি উপপরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি