নগরীর বিভিন্ন এলাকায় ২৩ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

39

স্টাফ রিপোর্টার :
নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্যাট খৃষ্টফার হিমেল রিছিল তাদের এ দন্ডাদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছে- মো. কাউসার মিয়া (২৯)। সে কোতোয়ালী থানার মুন্সিপারা গ্রামের মারাজ মিয়া পুত্র ১ বছর, নগরীর মুন্সিপাড়ার মৃত দুলাল মিয়ার পুত্র মো. শাহীন (২২) ১ বছর, নগরীর শিবগঞ্জের হাবিবুর রহমান পুত্র মামুন মিয়া (১৯), ১ মাসের, দক্ষিণ সুরমা থানার খোজারখলা এলাকার মৃত বাবুল মিয়া পুত্র জুয়েল আহমেদ (২৩) ১ মাসের, নগরীর কাজিটুলা এলাকার মুসলিম উদ্দিন পুত্র মো. শাহিনুর রহমান (৪৮) ১ মাসের, দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার রিফাত আলীর পুত্র সজ্জাদ আলী (৬৫) ১ মাসের, নগরীর শাহজালাল উপশহর এলাকার মোস্তাফিজ আলী পুত্র শাহনুর মিয়া (৪০) ১ মাসের, নগরীর কীন ব্রিজের নিচ এলাকার লুৎফর রহমান পুত্র বাবুল (২৩) ১ মাসের, দক্ষিণ সুরমা থানার খোজারখলা এলাকার মৃত আব্দুল হাসেম পুত্র আবুল কাশেম (৬০) ১ মাসের, দক্ষিণ সুরমা থানার হাজিরাই এলাকার রত্তজ আলী পুত্র রুপর মিয়া (৩০) ১ মাসের, দক্ষিণ সুরমা থানার সিলাম এলাকার মো. লুকমান আলী পুত্র সাজ্জাদুল রহমান (১৮) ১ মাসের, শাহপরান থানার খাদিমনগর এলাকার মৃত রহিম উদ্দিন পুত্র মনির হোসেন (১৯) ২ মাসের, দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকার মৃত বেলাল মিয়া পুত্র সুকাই মিয়া (৬০) ১ মাসের, দক্ষিণ সুরমা থানার বারোখলা এলাকার মৃত মোসাদ্দর মিয়া পুত্র শামিম মিয়া (৪০)। তাকে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়। দক্ষিণ সুরমা থানার বলধী এলাকার মৃত আব্দুল করিম ছেলে দুলাল মিয়া (৩৫) ২ মাসের, দক্ষিণ সুরমা থানার হুমায়ন রশিদ চত্তর এলাকার চাঁন মিয়া পুত্র তারা মিয়া (২১) ২ মাসের, এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকার মৃত হানিফ পুত্র মো. শামিম (৪০) ৩ মাসের, দক্ষিণ সুরমা থানার লাউয়াই এলাকার মো. শাহেদ আলী পুত্র এরশাদ আলী (৩০) ২ মাসের, দক্ষিণ সুরমা থানার গোটাটিকর এলাকার মো. সিরাজ মিয়া পুত্র রাজু আহমদ (২৫) ২ মাসের, দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার বাবনা এলাকার আহমদ আলী পুত্র শুকুর আলী (১৯) ১ মাসের, নগরীর বেতেরবাজার এলাকার লোকমান মিয়া পুত্র জাহাঙ্গীর আলম (১৯) ১ মাসের, দক্ষিণ সুরমার থানার কদমতলী এলাকার মৃত বিলাল মিয়া পুত্র আল-আমিন (২২) ১ মাসের, এবং দক্ষিণ সুরমার থানার কদমতলী এলাকার আব্দুল মালেক পুত্র কামরুল ইসলাম (৪০) ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
মাদক সেবনকারীদের নিকট থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার, মো. মনিরুজ্জামান।