বিভাজন নয়, পারস্পরিক কল্যাণকামীতায় সুন্দর সমাজ গঠন করতে হবে — মেয়র আরিফুল হক

44

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদেরকে পারস্পরিক কল্যাণকামী হতে হবে। পারস্পরিক বিভাজনকে দূরে রেখে ভালোবাসা, দায়িত্ববোধ, সহানুভূতি ও সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। আজকের এই মাহফিলের মাধ্যমে সিলেটে অবস্থানরত জকিগঞ্জবাসীদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
সিলেটে অবস্থানরত জকিগঞ্জবাসীদের অরাজনৈতিক সেবামূলক সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন সিলেট-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসোসিয়েশনের সভাপতি জকিগঞ্জ উপজেলার প্রথম ও সাবেক চেয়ারম্যান আপ্তাব হোসেন চৌধুরী কয়েছ’র সভাপতিত্বে শনিবার সোবহানীঘাটস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফয়জুল মনির চৌধুরী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ একতা ফোরাম সিলেট-এর সভাপতি এম এ মুকিত চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি মোস্তাক আহমদ মুকুল, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল হক, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী মানিক, সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন রাজু, জকিগঞ্জ ছাত্র পরিষদের আহবায়ক সাজু ইবনে হান্নান খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম এবং শেষে মোনাজাত করেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক মাওলানা ইমাদ উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রুকবানী জাবেদ, ইমরান আহমদ, আব্দুল ওয়াদুদ তাপাদার, আব্দুল ফাত্তাহ ফাহিম, এডভোকেট মোস্তাক আহমদ, ডা. আব্দুস শহীদ চুনু, জালাল উদ্দিন, হারুনুর রশীদ ময়না, মোজাম্মিল আলী আদই, এ জেড এম ফেরদৌস, এম এ জে কিবরিয়া, আব্দুল্লাহ আল মামুন সামন, শাহনেওয়াজ চৌধুরী রাহাত, কবি আলিম উদ্দিন আলম, হোসাইন আহমদ বাবু, জাহেদ আহমদ, অলি চৌধুরী, জুনেদ আহমদ চৌধুরী, বাবর চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি