লাশ যাবে তবুও ভোট বর্জন করব না – ড. কামাল

199

কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন মন্তব্য করেছেন ‘মরে গেলেও ভোট বর্জন করব না।’ সোমবার তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করে বলেন, ১০ ডিসেম্বর থেকে তাদের জোটের নেতাকর্মীদের ওপর হয়রানির মাত্রা বেড়ে গেছে। এই আট দিনে ঐক্যফ্রন্টের বিরুদ্ধে ৯৫ মামলা করা হয়েছে। এসব মামলায় তাদের ২ হাজার ২৪১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের ওপর জঘন্যভাবে হামলা করে সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যেন আবেগে ভোট বর্জন করতে বাধ্য হই। দরকার হলে ভোটকেন্দ্রে লাশ যাবে। তবু ভোট বর্জন করব না।
তিনি বলেন, ধানের শীষের প্রার্থীরা জনসংযোগ চালানোর সমান সুযোগ পাচ্ছে না। কোথাও ধানের শীষের প্রার্থীরা নামতে পারছে না। প্রার্থীরা মাঠে নামলেই তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হচ্ছে। ঢাকা শহরের কোথাও ধানের শীষের পোস্টার নেই। কেন পোস্টার নেই বিষয়ে কমিশনকে খোঁজ খবর নেয়ার অহ্বান জানান।
তিনি বলেন, আমাদের অভিযোগ সম্পর্কে জেনে সিইসি বিব্রত হয়েছে। আমরা বলেছি, শুধু বিব্রত হলে চলবে না। এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।