জৈন্তাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

65

জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ভাবে দখলে রাখা রাস্তা জনসাধারণের চলাচলের জন্য সম্প্রসারণের লক্ষ্যে এবং সরকারী ড্রেন উদ্ধারে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তার উপর নির্মিত বাড়ী ঘরের দখলীয় অংশ ভেঙ্গে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ২২মে মঙ্গলবার সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির হাসান পলাশের নেতৃত্ব উপজেলার নিজপাট মাহুতহাটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মনির উদ্দিন কর্তৃক অবৈধ ভাবে রাস্তার জায়গা দখল করে গৃহ নির্মাণ চেষ্টা করলে প্রশাসন তা ভেঙ্গে ফেলে। এ সময় আরও কয়েকটি বাড়ীর অবৈধ দখলে থাকা স্থাপনা ভেঙ্গে ফেলে সরকারি রাস্তা দখল মুক্ত করা হয়। রাস্তার উপর অবৈধ দখল সরিয়ে দিয়ে সহকারী কমিশনার (ভূমি) মহুতহাটি গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত সরকারি ২টি ড্রেইন পরিদর্শন করেন। পরিদর্শন কালে দুটি ড্রেনের উপরে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণকারীদের নাম ঠিকানা সংগ্রহ করেন। চলতি সপ্তাহের মধ্যে সরকারি দুটি ড্রেনের সীমানা নির্ধারণ সহ অবৈধ ভাবে দখলকারীদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ করা হবে বলে জানান। দখলকারীরা স্বেচ্ছায় সরকারী ড্রেনের ভূমি অবমুক্ত না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে মর্মে জানান। মহুতহাটি গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তাটি অবমুক্ত রাখার জন্য সবাইকে অনুরোধ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড সদস্য হুমায়ুন কবির খাঁন, জৈন্তাপুর ডেইলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন মাহমুদ, জৈন্তাপুর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক তানভির আহমদ শাহিন, ব্যবসায়ী সামসুর উদ্দিন, মাসুক আহমদ, আজদ মিয়া, সাংবাদিক শাহজাহান কবির খাঁন প্রমুখ। এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির হাসান পলাশ জানান- সরকারী রাস্তা, ভূমি, সরকারী ড্রেন, খাল, নদীর ভূমি কেউ অবৈধ দখলে রাখতে পারবে না। আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান চালিয়ে যাব। (খবর সংবাদদাতার)