আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই বলে দেশে লুটপাট করেছে বিএনপি-জামায়াত -শিক্ষামন্ত্রী

173

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষা প্রকৌশল, সিলেট জোন কতৃক বাস্তবায়নকৃত ৪র্থ তলা বিশিষ্ট নব-নির্মিত নাহিদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে বাংলাদেশ সবার চেয়ে এগিয়ে। শেখ হাসিনা সরকার ৯৬সনে ক্ষমতায় আসার পর দেশে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছিল। কিন্তু বিএনপি জামায়াত প্রতিহিংসার বশবর্তী হয়ে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আবার তা চালু করে। দেশের অবকাঠামোগত খাতের উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ। তাই বর্তমান সরকার বিদ্যুৎখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে দেশে ১৫হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২০২১সালের মধ্যে ২৫হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বিএনপি জামায়াত সরকারের সময় এ দেশ দুর্নীতিতে প্রথম স্থানে ছিল। তারা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই বলে দেশে লুটপাট করেছে। এ সরকারের সময় শুধু বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লুপাট করেছে। এ লুপাটের ফলে দেশকে তারা হাজার বছর পিছিয়ে দিয়েছে। এ দেশের জনগণের ভাগ্য নিয়ে খেলা করেছে তারা। গতকাল বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যাল ও কলেজের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভার্ণিং বডির সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লায়েস উর রহমান ও প্রভাষক জাকির হোসেনের যৌথ উপস্থাপনায় শিক্ষামন্ত্রী আরো বলেন, বিএনপি জামায়াতের সময় তারা মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করে নৌকা প্রতিকে ভোট না দেয়ার জন্য প্রচারণা চালিয়ে বলেন, নৌকায় ভোট দিলে ইসলাম শিক্ষা ও মসজিদ মাদ্রাসায় প্রভাব পড়বে। ইসলামকে ধ্বংস করার পায়তারা চালাবে। ইসলামকে তার ধ্বংস করবে। অথচ ওই জোট সরকারের সময় মসজিদ-মাদ্রাসাসহ ইসলামি প্রতিষ্ঠানে কোন উন্নয়ন হয়নি। বর্তমান সরকার ইসলামী প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। মাদ্রাসাতে অনার্সকোর্স চালু করে দেয়া হয়েছে। মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা আজ আধুনিক সু-শিক্ষায় শিক্ষিত হচ্ছে। মন্ত্রী বলেন সারা দেশ খাদ্যে স্বয়ং সম্পুন্ন রয়েছে। এ দেশ আর ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিত নয়। বর্তমান সরকার কৃষকের আগ্রহ বাড়াতে বিনা মূল্যে সার, বীজ প্রদান করেছে। শিক্ষা খাতে আমুল পরিবর্তন আনা হয়েছে। মেয়েদের শিক্ষার হার বাড়াতে উপবৃত্তি ও বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দেয়া হয়েছে। ফলে বর্তমানে সারা দেশে শিক্ষা ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। মন্ত্রী বলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কোন গ্রাম বিদ্যুৎ বিহীন নেই। সব এলাকায় সরকারি ভাবে বিদ্যুৎ প্রদান করা হয়েছে। গোলাপগঞ্জে ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও বিয়ানীবাজারে ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করে দেয়া হয়েছে। তিনি রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজকে নদী ভাংঙ্গন রোধের জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিবেন এবং এ বিদ্যালয় ও কলেজে আট তলা ভবনসহ একাধিক ভবণ নির্মাণের জন্য আশ্বস্থ করেন। তিনি এলাকাবাসীর উন্নয়নে পিছ পা হবেন না। শিক্ষা প্রকৌশল, সিলেট জোন কতৃক বাস্তবায়নকৃত ৪র্থ তলা ভিত বিশিষ্ট নবনির্মিত নাহিদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তোলাওয়াত করেন কারী মোহাম্মদ জামাল মিয়া, স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য ও শিক্ষা মন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম শোয়েব, অত্র বিদ্যালয় ও কলেজের গভার্ণিং বডির সদস্য মাওলানা ইকবাল হোসাইন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী শিক্ষা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী জুলফিকার হক, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ওয়েছুর রহামান ওয়েছ, পল্লী বিদ্যুতের গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুনুর রশিদ, ইউপি সদস্য আবুল হাসনাত ও চুনু মিয়া, অত্র বিদ্যালয় ও কলেজের গভার্ণিং বডির সদস্য এম এ ওয়াদুদ, আব্দুল হক, আবুল খাখের শায়েস্তা মিয়া, আইনুল ইসলাম রোকন।