গোয়াইনঘাটে ডিজিটাল পদ্ধতিতে ধান কাটা উৎসবের উদ্বোধন

4

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রয়কৃত প্রযুক্তি নির্ভর কম্বাইন্ড হারভেস্টর ও মেশিনের মাধ্যমে ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা ডৌবাড়ি ইউনিয়নে “মাঠ দিবস” ধান কাটা উৎসবের উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক আহমেদ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আছলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, ডিজিটাল বাংলাদেশে চাষাবাদের ক্ষেত্রে ধান রূপন করা থেকে শুরু করে কাটা পর্যন্ত এখন থেকে আর কাস্তে-মাড়াই ম্যানুয়েল পদ্ধতিতে নয়। এখন থেকে আধুনিক পদ্ধতিতে মেশিন দিয়ে সহজ উপায়ে ধান চাষ করা হবে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাত লক্ষ টাকার সরকারি অনুদানে কৃষকদেরমাঝে ডিজিটাল পদ্ধতিতে ধান কাটার সরঞ্জাম দেওয়া হয়েছে। এখন থেকে কৃষকেরা আধুনিক পদ্ধতিতে মেশিন দিয়ে নির্বিঘেœ চাষাবাদ করতে পারবেন।