শিক্ষকদের সাথে মতবিনিময়কালে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ॥ মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে

86

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও শিশুরা শিক্ষার সুযোগ পাচ্ছেন।
সিলেট জেলা প্রশাসনের ও ইসলামিক ফাউন্ডেশন সিলেট শাখার উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকবৃন্দের সাথে গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার আবদুল বাকি এবং সৈয়দ ফখরুলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রীর উপ-সচিব ড. আবুল কালাম আজাদ।
সভায় সিলেট জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি