সিলেট সিক্সার্সকে আইনি নোটিশ পাঠালো বিসিবি

5

স্পোর্টস ডেস্ক :
সম্প্রতি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) এক প্রতিবেদনে বিপিএলসহ বিশ্বের মোট ছয়টি ক্রিকেট টুর্নামেন্টে খেলোযাড়দের পারিশ্রমিক নিয়ে গড়মিলের বিষয়টি উঠে আসে। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে কয়েকজন খেলোয়াড়-কোচের পারিশ্রমিক পরিশোধ না করায় টুর্নামেন্টের সাবেক দল সিলেট সিক্সার্সের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি।
২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্স ৩ জন ক্রিকেটার ও ১ জন কোচের বকেয়া পারিশ্রমিক এখনো পরিশোধ করেনি। এই তিন ক্রিকেটার হলেন, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, আফগানিস্তানের গুলবাদিন নাইব ও পাকিস্তানের সোহেল তানভীর। এছাড়া দলটির তৎকালীন প্রধান কোচ ওয়াকার ইউনুসের পাওনা অর্থও এখনো পরিশোধ করেনি দলটির ফ্র্যাঞ্চাইজি। তিন ক্রিকেটার ও কোচ ফ্র্যাঞ্চাইজির সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওনা অর্থ পাননি।
এর আগে বকেয়া পরিশোধের জন্য সিলেট সিক্সার্সকে অনুরোধ করেছিল বিসিবি। তাতে কাজ না হওয়ায় স্বভাবতই সিলেট সিক্সার্সের উপর মনঃক্ষুণ্ন বিসিবি।
বিসিবির দাবি, তিন ক্রিকেটারকে প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল বিধায় তাদের পারিশ্রমিক পরিশোধে বিসিবির তেমন কিছু করার নেই। বিসিবি তাই নিজেদের কোষাগার থেকে অর্থ পরিশোধ করতে পারবে না। তবে নিয়ম অনুযায়ী সিমমলেট সিক্সার্সকে পাঠানো হয়েছে আইনি নোটিশ।