হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী স্মৃতিকেন্দ্র ও সংগ্রহশালার ভবন নির্মাণ শুরু

50

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
স্বাধীনতা পদক ও বঙ্গবন্ধু কৃষিপদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী স্মৃতিকেন্দ্র ও সংগ্রহশালার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরাতন হাসপাতাল সড়কে মানিক চৌধুরীর কন্যা আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া এমপি‘র দানকৃত ভূমিতে এ কাজের উদ্বোধন করেন কমান্ডেন্ট মানিক চৌধুরীর সহধর্মিনী রোকেয়া চৌধুরী। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ভবনটি নির্মাণ করবে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এতে ব্যয় হবে ১ কোটি ৪১ লাখ টাকা। ৪তলা এ ভবনটির নির্মাণ কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। এতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অনেক স্মারক ও ইতিহাস স্থান পাবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া এমপি, ভাষা সৈনিক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মৌলদ হোসেন, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রকল্প পরিচালক আব্দুল মজিদ, প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, সাখাওয়াত হোসেন খান, অনুপ কুমার দেব মনা প্রমূখ।