গোলাপগঞ্জে ১১ দিন পর কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত দারা মিয়ার দাফন সম্পন্ন

26

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক দারা মিয়া (৩৩) এর দাফন সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১১ দিন পর তার লাশ দেশে আসলে মঙ্গলবার বাদ যোহর নিহতের গ্রামের বাড়ি ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ সুনামপুর জামে মসজিদে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আসমান উদ্দিন, ইরমান আলী, ঢাকাদক্ষিন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, ইউপি সদস্য আব্দুল করীম কাসেমী, বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মিয়া, দক্ষিন সুনামপুর প্রাথমিক সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম-সহ এলাকার সর্বস্তরের শত শত মানুষ উপস্থিত ছিলেন। জানাজা পূর্বে নিহত দারা মিয়াকে এক নজর দেখার জন্য ভীড় লেগে যায় , এসময় তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজনসহ এলাকাবাসীর মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। উল্লেখ্য নিহত দারা মিয়া ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ সুনামপুরের হাজী জমির উদ্দিনের একমাত্র পুত্র। গত ২মার্চ (শুক্রবার) রাত আনুমানিক দশটার দিকে কাতারের জামিলিয়ার একটি সড়কে সাইকেল চালাচ্ছিলেন। তখন পিছন দিকে এসে একটি কার ধাক্কা দিলে দারা মিয়া একটি পাথরের স্থুপে গিয়ে পড়েন। মারাত্মক আহত দারা মিয়াকে তাৎক্ষণিক কাতারের হামাদ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। পরে মর্গে তার লাশ রাখা হয়। মৃত্যুকালে স্ত্রী ও মাহিন(৩) ও মাহবুব (০১) নামে দুই ছেলেসহ অস্যংখ্য গুণগ্রাহী রেখে যান। দারা মিয়া দেড় বছর আগে ভাগ্যের পরিবর্তনে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমান।