অগ্নি ঝরা মার্চ

25

জেড.এম. শামসুল :
আজ ৯ মার্চ। ১৯৭১ সালের এই দিনে ন্যাপ ভাসানীর সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক প্রচার পত্রের মাধ্যমে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য বাঙালি জাতির প্রতি উদাত্ত আহ্বান জানান। প্রচারপত্রে তিনি আরো বলেন, ঘোষণা করেন বাংলার পূর্ণ স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা অর্জিত না হওয়া পর্যন্ত জনতার সংগ্রাম অব্যাহত থাকবে। এদিন মাওলানা ভাসানী এক জনসভায় ১৪ দফা দাবি পেশ করে জনগণকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, লা-কুম ছিন-কুম আলাইয়াদ্দীন, ২৫ মার্চের পর শেখ মুজিবের সাথে মিলিয়া আন্দোলন শুরু করব। মাওলানা ভাসানীর এ বক্তব্য পরদিন দৈনিক ইত্তেফাকে ফলাওভবে প্রকাশিত হয়। তিনি আরো বলেছিলেন, বাংলাদেশ আজ থেকে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। বাংলাদেশ স্বাধীন হবেই পাকিস্তান আর অখন্ড রাখবো না। এ সভায় আতাউর রহমান খান ও মশিউর রহমান, যাদু মিয়া, শেখ মুজিবকে সরকার গঠনের আহ্বান জানান। এদিনই বিচারপতি বিএ সিদ্দিকী পূর্ব পাকিস্তানের গভর্ণর হিসাবে টিক্কা খানের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে অস্বীকৃতি জানান। অবস্থা বেগতিক দেখে তৎকালীন জাতিসংঘের মহাসচিব উথান্ট ঢাকাস্থ জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিকে জাতিসংঘ কর্মচারীদের পরিবার সদস্যদেরকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।