নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ॥ নারীর ক্ষমতায়নের জন্য নারীকে শিক্ষিত হতে হবে

50
dig
dig

আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে সিলেটে মানববন্ধন, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট, আইডিয়া, ব্লাস্ট, ব্র্যাক সহ সমমনা সরকারি-বেসরকারি সংগঠননসূহের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবসে এবারে বাংলাদেশের প্রতিপাদ্য হচ্ছে ‘‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা”। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে দিবসটি উপলক্ষে টিআইবি প্রতিপাদ্য নির্ধারণ করেছে “টেকসই উন্নয়ন অভীষ্ট, সুশাসন ও নারী”।
দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে জেল রোড পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, সনাক সভাপতি আজিজ আহমদ সেলিম, সদস্য এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, এনায়েত হাসান মানিক, এডভোকেট সৈয়দা শিরীনা আক্তার, স্বজন সমস্বয় এডভোকেট জাকিয়া জালাল স্বজন সদস্য এডভোকেট শাহ সাহেদা আক্তার, টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায়, আইডিয়া সিলেটের উপজেলা ম্যানেজার সুদীপ্ত চৌধুরী, ব্র্যাকের জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার। মানববন্ধনে সনাক সিলেটের ইয়েস গ্রুপের সদস্যগণ, ব্লাস্ট, আইডিয়া, ব্র্যাক, এডাব সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা-কর্মীগণ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের মাননীয় বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুমেরী জামান, জেলা প্রশাসক, সিলেট। আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন শেভরন বাংলাদেশের ম্যানেজার-গভর্ণমেন্ট রিলেশন সামাদ চৌধুরী, সনাক সিলেটের সভাপতি আজিজ আহমদ সেলিম, টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায়, ব্লাস্ট সিলেটের প্রতিনিধি এডভোকেট শরীফা বেগম ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কর্মকর্তা সাহেদা সুলতানা। আলোচনা সভা সঞ্চালনা করেন আইডিয়া সিলেটের প্রজেক্ট কো-অর্ডিনেটর তামান্না আহমদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আন্তর্জাতিক নারী দিবস সে শিক্ষাই আমাদেরকে দেয় যেখানে, নারীর ক্ষমতায়নের জন্য নারীকে সুশিক্ষিত হওয়ার পাশাপাশি তাঁর অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীর উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে সেগুলো থেকে উত্তোরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারী অধিকার আন্দোলন : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ‘নারী অধিকার আন্দোলন’ সিলেট। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নগরীর একটি মিলনায়তনে সংগঠনটির সিলেটের সভানেত্রী এডভোকেট ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে নারী দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী নেত্রী সুমাইয়া আক্তার সুমীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ‘নারী অধিকার আন্দোলন’ এর সিলেট জেলা শাখার সহ-সেক্রেটারী মাহবুবা বেগম জেসমিন, রোজিনা বেগম ও আঙ্গুরা বেগম। বিজ্ঞপ্তি