সিকৃবি’তে প্রথম সমাবর্তনকে কেন্দ্র করে সাজ সাজ রব

42

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্র“য়ারি। সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে এখন সাজ সাজ রব। চারদিক সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। ওইদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আড়াইটায় এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এর আগে সমাবর্তনের জন্য ৪ ফেব্র“য়ারি দিন নির্ধারণ করা হয়েছিল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষি বিশ্ববিদ্যালয়ে মঞ্চ তৈরীর কাজ চলছে। আজ মঙ্গলবারের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে। সেখানকার সকলেই গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন সমাবর্তনকে সফল করতে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর ছবি দিয়ে তৈরী করা হয়েছে ব্যানার, ফেষ্টুন ও প্লে-কার্ড। এগুলো দিয়ে সমাবর্তন এর জায়গায় সাজিয়ে রাখা হবে।
এদিকে ক্যাম্পাস প্রাঙ্গণ চারদিকে সেজে আছে ফুলে ফুলে। ফুলের বাগান সেখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মঞ্চ তৈরীসহ সকল ধরনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। সকলের মধ্যেই বিরাজ করছে এক ধরনের উদ্দীপনা। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেখানে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন নিয়ে সকলেই আনন্দিত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
তিনি বলেন, এইবার প্রথম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ উপস্থিত থাকবেন। এ সমাবর্তনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আরও আলোকিত হবে। আমরা সকলেই অনেক আনন্দিত। আমাদের সকল প্রস্তুতিও ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে আছে। আশাকরি আগামী দু এক দিনের মধ্যে আমরা পূর্ণ প্রস্তুত থাকবো।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তার এই আগমনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী থেকেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, রাষ্ট্রপতি আসছেন। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকছে। পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে আমাদের। টহল দল, চেকপোষ্টও থাকবে। রাস্তাঘাট বন্ধের নির্দেশনার ব্যাপারে তিনি বলেন, এই সম্পর্কে আমরা আপনাদের সকলকে অবহিত করবো কোন কোন সড়কে চলাচল বন্ধ থাকতে পারে।
সমাবর্তন অনুষ্ঠানে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রকাশিত ফলাফলে স্নাতক/মাস্টার্স/পিএইচডি সম্পন্নকারী রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটরা অংশগ্রহণ করতে পারবে। (খবর সংবাদদাতার)