মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের বিকল্প ধারায় যোগদান

68

গত ডিসেম্বরের (২০১৭) শেষার্ধে স্পেকট্রাম বাংলা রেডিও’র ডাইরেক্টর মিছবাহ জামাল ও মিসেস নাহিদা মিছবাহ স্বদেশ ভ্রমণের এক পর্যায়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা’র চেয়ারম্যান ড. বদরুদ্দোজা চৌধুরী’র বাসভবনে ১১ জানুয়ারী সন্ধ্যায় আমন্ত্রিত হন। বি চৌধুরীকে মিছবাহ জামাল ও মিসেস নাহিদা মিছবাহ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সুপরিচিত স্পেকট্রাম রেডিও সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল এতে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রপতির সাক্ষাৎকার গ্রহণ করেন। স্পেকট্রাম রেডিওর মাধ্যমে বি চৌধুরী দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীসহ বিশ্বের সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি মিছবাহ জামালকে বিকল্পধারাতে যোগদান জানিয়ে শপথ বাক্য পাঠ করান এবং যুক্তফ্রন্ট-এর পাশে থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরী মিছবাহ জামালকে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল নিজেকে রাজনীতিতে জড়ানো ও ‘বিকল্পধারা’-তে যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘বিকল্প’ মানেই হচ্ছে গতানুগতিকতার বাইরে গিয়ে দেশ ও জাতির জন্যে ভালো কিছু করা। অতএব আমি বিশ্বাস করি যে, এই মুহূর্তে দেশবাসীর জন্যে একমাত্র ‘বিকল্পধারা’র মাধ্যমেই সঠিক উন্নয়নের পথ তৈরী করা সম্ভব। সুতরাং সকল প্রবাসীসহ দেশবাসী সকলের কাছে আমাকে সহযোগিতা করার জন্যে অনুরোধ জানাচ্ছি।’
উল্লেখ্য যে, গত ১৪ জানুয়ারী সন্ধ্যায় মিছবাহ জামাল ও মিসেস নাহিদা মিছবাহ স্বদেশ ভ্রমণ শেষে বৃটেন প্রত্যাবর্তন করেন। বিজ্ঞপ্তি