শিক্ষার্থীদের মনোবিকাশে বৃত্তি পরীক্ষা প্রশংসার দাবী রাখে — জেলা ও দায়রা জজ

68

সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের হাতে খড়ি দিতে বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মনোবিকাশের লক্ষ্যে এ ধরনের বৃত্তির আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে। তিনি এপেক্স ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
তিনি গতকাল ১৩ জানুয়ারী শনিবার বিকেলে দরগা গেইটস্থ শহীদ সোলেমান হলে এপেক্স ক্লাব জেলা-৪ এর উদ্যোগে ১০ম এপেক্স চৌধুরী আতাউর রহমান আজাদ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এপেক্স জেলা ৪ এর গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট মিসবাউর রহমান আলম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুজ্জামান হিরু, এপেক্স এর লাইফ গভর্ণর ও পিএনপি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক, লাইফ মেম্বার এপেক্সিয়ান এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, লাইফ মেম্বার ও সিলেট জেলা আইনজীবী নবনির্বাচিত সাধারণ সম্পাদক এপেক্সিয়ান এডভোকেট আব্দুল কুদ্দুস, লাইফ মেম্বার ও বৃত্তির স্পন্সর এপেক্সিয়ান চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃত্তি পরিচালনা কমিটির চেয়ারম্যান পিডিজি-৪ এপেক্সিয়ান আখতার হোসেন খান, লাইফ মেম্বার এপেক্সিয়ান আতিকুর রহমান সাবু এডভোকেট, লাইফ মেম্বার এপেক্সিয়ান এমদাদুল হক এডভোকেট, পিডিজি-৪ এপেক্সিয়ান আব্দুর রউফ পহেল, ডিজি-৪ ইলেক্ট মাসুম আহমদ এডভোকেট, এপেক্সিয়ান বদরুল আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি