মেধার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ফ্রেন্ডস – কামরান

53

এসএসসি পরীক্ষার পূর্বে ফ্রেন্ডস ক্লাব ২৭নং ওয়ার্ড আয়োজিত মডেল টেস্ট পরীক্ষার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মধ্যদিয়ে ছাত্র-ছাত্রীরা ফাইনাল পরীক্ষার একটি চূড়ান্ত প্রস্তুতি নিতে সহায়ক হবে। “ফ্রেন্ডস ক্লাব” এই জনপদের একটি সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান। সংগঠনটি মানুষের কল্যাণের পাশাপাশি পড়াশুনায় ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করছেন যা তাঁদের মেধার বিকাশে সহযোগিতা করবে।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান শুক্রবার ফ্রেন্ডস ক্লাব, ২৭নং ওয়ার্ড আয়োজিত তিনদিন ব্যাপী ১০ম এসএসসি/দাখিল মডেল টেস্ট-২০১৭ইং এর ২য় দিন গোটাটিকর উচ্চ বিদ্যালয় হল পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে উপরোক্ত কথাগুলো লেখেন। এ সময় বিশেষ অতিথি হিসেব হল পরিদর্শন করেন, ২৭নং ওয়ার্ড এর সাবেক মহিলা কাউন্সিলর আছমা বেগম, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান দুলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল হক বকুল, যুবলীগনেতা আব্দুল আহাদ, স্কলার্স কেয়ার একাডেমি আলমপুরের প্রিন্সিপাল জাবের উদ্দিন, সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহমুদা জাহান চৌধুরী, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি কাদির আহমদ, ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা জাকারিয়া আহমদ লিটন, আব্দুল ওয়াহিদ, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি টুটুল মাহমুদ মান্না, সমাজসেবী নাহিদ আহমদ প্রমুখ।
পরে গোটাটিকর কেন্দ্র পরিদর্শন করেন প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সকালে সিরাজ উদ্দিন আহমদ একাডেমী কেন্দ্র পরিদর্শন করেন শাহ খুররম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান উজ্জ্বল চৌধুরী ও অতিথিবৃন্দ।
ফ্রেন্ডস, ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রকের তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক শিমুল ইসলাম ও শিক্ষা-সাহিত্য সম্পাদক সুজিত চন্দের পরিচালনায় দুটি কেন্দ্রের মধ্যে সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন ক্লাবের সহ-সভাপতি ছুরুক আহমদ ও গোটাটিকর কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন ক্লাবের সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক। বিজ্ঞপ্তি