মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে —এডভোকেট লুৎফুর রহমান

61

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেছেন- গোটা বিশ্বে আজ মানবাধিকার লংঘনের মহোৎসব চলছে। কিন্তু আমাদের দেশের সরকারের দায়িত্বশীল আচরণে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি তুলনামুলক ভাল আছে। মানবাধিকার মানুষের মৌলিক অধিকার। এক্ষেত্রে মানবাধিকার কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করে। জাতি তাদেরকে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করে। মানবাধিকার রক্ষায় শুধু মানবাধিকার কর্মীদের নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি রবিবার বিশ্ব মানবাধিকার দিবস-২০১৭ উপলক্ষে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ আয়োজিত র‌্যালীপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। র‌্যালীটি জেলা পরিষদের সামন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট সংস্কৃতি কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর এডভোকেট-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ-এর চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন খান। অতিথি হিসেবে র‌্যালীতে অংশ নেন- সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান মতি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আবুল কালাম, সিলেট বিভাগী কমিটির সহ-সভাপতি শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আহমদ, প্রচার সম্পাদক শামছুল আলম, প্রকাশনা সম্পাদক এমজেএইচ জামিল, ধর্ম সম্পাদক কাজী লুৎফুর রহমান, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর হোসাইন চৌধুরী, অফিস সম্পাদক নাসিমুর রিয়াজ, আইন সম্পাদক একেএম কামরুজ্জামান মাসুম, সহ-অর্থ সম্পাদক নোমান আহমদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহসিন তালুকদার, রতনা বেগম, মিজানুর রহমান রুমন, লিয়াকত হোসেন লাকী, হাসান আহমদ নান্নু ও মো: আব্দুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি