বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে শাহজাহান ॥ বেগম জিয়াকে নিয়ে খেলা করলে দাঁতভাঙ্গা জবাব দিবে বিএনপি

55

কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন বেগম জিয়াকে নিয়ে খেলা করলে দাঁতভাঙ্গা জবাব দিবে বিএনপি। তিনি বলেন খালেদা জিয়ার কাছে প্রধান মন্ত্রীত্ব বড় নয়, দেশের মানুষের সুখ শান্তি, স্বাধীনতা ও বিচার ব্যবস্থা বড়। বিএনপি কখনো মাথা নত করে না। মাথা নত করার অভ্যাস আওয়ামীলীগের রয়েছে। মামলা, হামলা ও গুম নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। দেশে গণতন্ত্র নেই। সরকার গণতন্ত্রকে হত্যা করে এক নায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। এই দেশের জনগণ তাদের এই আশা কখনো পূরণ হতে দেবেনা। তিনি সংবাদ সম্মেলনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন বিএনপির আন্দোলনের মুখে আওয়ামীলীগকেই নাকে খত দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করা হবে। গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গতকাল শুক্রবার বিকেলে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসেন জীবন। প্রধান বক্তার বক্তৃতায় তিনি বলেন বেগম জিয়া উন্নয়নে বিশ্বাসী। আর বর্তমান সরকার খুন, গুম আর ব্যাংক ডাকাতিতে বিশ্বাসী। তাই দেশে খুন, গুম ও হত্যা বন্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সরকারের বিকল্প নেই।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরাণ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, কেন্দ্রিয় বিএনপির সহ ক্ষুদ্র-ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাসাস কেন্দ্রিয় নেতা চিত্রনায়ক হেলাল খান, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট সাইদ আহমেদ। অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুল হক খোকন, এমএ মতিন, এনায়েতুল্লাহ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হাফিজ, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, বাহারুল আলম, শাহ আলম চৌধুরী তোফায়েল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা যুবদল সভাপতি এম এ মতিন, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন ও আলতাব হোসেন বেলাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাত্তার ও সদস্য সচিব জাহিদ খান, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল হাশিম, ছাত্রদল নেতা আব্দুল লতিফ মির্জা, মমিন, সাদেক প্রমুখ।