লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করেছেন বিজিবি’র ৪১ ব্যাটালিয়ানের অধিনায়ক

60

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীর আন্তর্জাতিক সীমা রেখা এলাকা পরিদর্শন করেছেন বিজিবি’র ৪১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ। বৃহস্পতিবার লোভাছড়া পাথর কোয়ারী এলাকা পরিদর্শনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সার্বিক বিষয় নিয়ে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী কুলিয়াং বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সাথে পতাকা বৈঠক করেন তিনি। এ ছাড়াও ৪১ ব্যাটালিয়ানের উদ্যোগে বিকাল ৪ টায় সীমান্তবর্তী কানাইঘাট লোভাছড়া বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের জনসাধরণ, জনপ্রতিনিধি, পাথর কোয়ারীর ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল আবুজার আল জাহিদ বলেন সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা বিধান ও অবৈধ ভাবে ভারতের কাটাতার ডিঙ্গিয়ে গরু চোরাচালান সহ সব ধরনের বে-আইনী কর্মকান্ড প্রতিরোধে বিজিবি’কে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা এমন কোন কাজ করব না যাতে করে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়। লোভাছড়া পাথর কোয়ারীর সীমানা এলাকা চিহ্নিত করে দেশের জন্য ক্ষতি না হয় সব কিছু বিবেচনা করে কোয়ারীর পরিবেশ বজায় রেখে পাথর উত্তোলনে বিজির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন তিনি।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, লোভাছড়া পাথর কোয়ারীর ইজারাদার জেলা আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, জেলা পরিষদের ১৫ নং ওর্য়াড সদস্য আলমাছ উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পাথর ব্যবসায়ী আব্বাস উদ্দিন, তমিজ উদ্দিন মেম্বার, হাজী কামাল উদ্দিন, আ”লীগ নেতা আব্দুল লতিফ প্রমুখ।