সুনামগঞ্জে ৪ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

37

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্যহীন ও মেয়াদের তারিখ না থাকায় সুনামগঞ্জে চার ব্যবসা-প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক (অ.দা.) মো. জাহাঙ্গীর আলম।
সহকারী পরিচালক (অ.দা.) মো. জাহাঙ্গীর আলম বলেন, বিকেলে শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে তাহিতি রেস্টুরেন্টের মালিককে আটক হাজার টাকা ও রান্নাঘর রেস্টুরেন্টের মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদ ও মূল্যহীন পণ্য রাখায় পল্লব স্টোরের মালিককে দুই হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় প্রীতি রেস্টুরেন্টের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জেলা বাজার কর্মকর্তা খালেক খান, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এনামুল হক ও সুনামগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।